১১ মাসেও উদঘাটন হয়নি কয়রার ৩ খুনের রহস্য

২৮ সেপ্টেম্বর ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধি:

ঘটনার ১১ মাস পেরিয়ে গেলেও উদঘাটন হয়নি খুলনার কয়রার আলোচিত ৩ খুনের রহস্য। ফলে ভুক্তভোগীদের পরিবারের মাঝে বিরাজ করছে হতাশার পাশাপাশি ক্ষোভ। এদিকে এ ঘটনায় হওয়া মামলার তদন্ত পিবিআইকে করতে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিত বুধবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন। মামলাটি এতোদিন তদন্ত করছিল জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী আইনজীবী এস এম আব্দুর রাজ্জাক।

মামলার বাদী বলেন, আমার ছেলে হাবিবুল্লাহ, পুত্রবধূ ও নাতনি খুনের সঠিক তদন্ত হচ্ছে না। মুল খুনিরা ধরা ধোঁয়ার বাইরে। তাই মামলাটি ডিবি থেকে পিবিআইতে তদন্তের আবেদন করি।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর রাতে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি ও মেয়ে হাবিবাকে হত্যা করা হয়। পরদিন সকালে তাদের বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

মো: ইকবাল হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর