আগামী ৮ অক্টোবর থেকে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে গণসমাবেশ করবে বিএনপি। এছাড়া আগামী ৬ অক্টোবর দেশের সব মহানগর ও ১০ অক্টোবর সব জেলা পর্যায়ে শোক র্যালি বের করবে তারা। বুধবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিএনপির চলমান আন্দোলনে ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে তাদের নেতা-কর্মী হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবে। আর ৬ অক্টোবর দেশের সব মহানগর ও ১০ অক্টোবর সব জেলা পর্যায়ে শোক র্যালি বের করবে তারা।
এমকে