মিরাজকে নিয়ে যা বললেন জেমি সিডন্স

২৯ সেপ্টেম্বর ২০২২

আরব আমিরাতের বিপক্ষে আলো ছড়িয়েছেন অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২য় ম্যাচে ভালো খেলে হয়েছেন ম্যাচ সেরা। ৩৭ বলে করেন ৪৬ রান। তামিম টি-টোয়েন্টি থেকে অবসরের পর ওপেনিং শূন্য হয়ে পড়ে। মিরাজের ভালো খেলা সেই শূন্যস্থান পূরণ করবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে ওপেনিংয়ে লিটন কুমার দাসের সাথে তাকে দেখা যেতে পারে।

 

মিরাজকে সাধারণত শেষের দিকেই ব্যাট করতে হতো। কিন্তু ওপেনিং সঙ্কট হওয়ায় পরীক্ষা মূলকভাবে হঠাৎ করেই তাকে ওপে­­­­­­নিং নামানো হয়। তাতে আশার আলোই ছড়িয়েছে তার ব্যাট। কৃতজ্ঞ মিরাজ মনে করেন এর পেছনে দলের অনুপ্রেরণাই বড় অবদান।

 

মিরাজ বলেন, ‘ভালো লাগছে (এমন ইনিংস খেলে), সবচেয়ে বড় কথা আমার ওপর বিশ্বাস রেখেছে। যে কারণে আমি নিজেও নিজের ওপর আস্থা রাখতে বাধ্য হয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল সবার আস্থা থেকে আমারও মধ্যে আস্থা চলে আসছে।’

 

মিরাজ প্রসঙ্গে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স বলেন, ‘হ্যাঁ (আমি খুশি)। বিশেষ করে মিরাজের ওপর। সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই। তবে মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে, তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’

 

 

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ সামনে রেখে ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যেখানে অনুশীলন করেছি, এটা অনেক ভালো ছিল। আর যে ম্যাচ দুটো খেলেছি, তা বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে প্রত্যেকটা প্লেয়ারের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ৭টা দিন আমাদের প্লেয়াররা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে।’


মন্তব্য
জেলার খবর