ঈদযাত্রা নিরাপদ করতে হলে সড়কে ত্রুটিপূর্ণ গাড়ি চলাচলের পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করার কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ সাবেক নেতা শাজাহান খান এমপি। একই সঙ্গে বিআরটিএ ও বিআরটিসিসহ সড়ক-সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। আসন্ন ঈদ ও বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। সোমবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা হয়। যৌথভাবে সভার আয়োজন করে বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।
শাজাহান খান জানান, পরিবহনে এখন ৮০ শতাংশ চাঁদাবাজি কমেছে। এখন মালিক ও শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি হয় না। তবে চলন্ত গাড়ি থেকে পার্কিং ফি’র নামে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো চাঁদা আদায় করছে, এটা অবশ্যই বন্ধ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া। উপস্থিত ছিলেন— যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
এমকে