দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। দেখা গেছে সূচকের উত্থান। আর আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। অন্যদিকে আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই)দেখা গেছে একই চিত্র । এ চিত্র বুধবারের (২৮ সেপ্টেম্বর) লেনদেনের।
ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪৯৬ দশমিক ৩৮ পয়েন্টে, ডিএসইএস ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১৫ দশমিক ৪০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩২৩ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকা। লেনদেন কমেছে ৯ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৭১টির, বিপরীতে কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১৮৬টির।
অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৯৬ দশমিক ৬২ পয়েন্টে এবং সিএএসপিআই ১৬ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮০ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। লেনদেনে অংশ নেওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ৬০টির, পক্ষান্তরে কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত থাকে ১০৯টির দর। লেনদেন হয় ১০১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসের লেনদেনের পরিমাণটা ছিল ১০৩ কোটি ৪০ লাখ টাকা।
এমকে