নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র: পিটার হাস

২৯ সেপ্টেম্বর ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন,  বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভূক্তিমূলক, নিরপেক্ষ এবং স্বচ্ছ  চায় তার দেশ।

রাজধানীর ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)  ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ কথা বলেন। আয়োজক ছিল সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং, বাংলাদেশ (এফইএস, বাংলাদেশ)।

রাষ্ট্রদূত পিটার হাস তার বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়। এটি সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সমাজের সব প্রতিষ্ঠানের দায়িত্ব। সহিংস রাজনৈতিক অবস্থায় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় এবং আগামী নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায় মনিটরিং করবে বলেও মন্তব্য করেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর