আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কেয়ারটেকার গভমেন্টের যে কনসেপ্ট, সেটাকে অবৈধ ঘোষণা করেছে। সেখানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক নৌ দিবস-২০২২ উদযাপন’এর সেমিনারে এ কথা বলেন। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার হয়।
আইনমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ আইনের শাসনে বিশ্বাস করে। সর্বোচ্চ আদালতকে সম্মান করে, শ্রদ্ধা করে। আইনমন্ত্রী জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, পণ্য পরিবহন প্রসঙ্গেও কথা বলেন এ সময়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, বুয়েটের অধ্যাপক মীর তারেক আলী প্রমুখ।
এমকে