মন্তব্য
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার (২৮ মার্চ) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
বিভিন্ন এলাকা হিসেবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গার কথা উল্লেখ করেছে আবহাওয়া অধিদফতর। দেশের তাপমাত্রা প্রসঙ্গে বলেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরের হিসেবে ঢাকায় ৩৪, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩২, সিলেটে ৩২ দশমিক ২, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ এবং বরিশালে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এমকে