আওয়ামী লীগ প্রস্তুত ও সতর্ক আছে: ওবায়দুল কাদের

২৯ সেপ্টেম্বর ২০২২

বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রস্তুত ও সতর্ক আছে। রাজপথ থেকেই ক্ষমতায় এসেছে। কাজেই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।

দলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয়ে যারাই অপকর্ম করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘লাঠির সঙ্গে জাতীয় পতাকা  নিয়ে নামলে খবর আছে। জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।’

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।  আরও বক্তব্য দেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্যশিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার ছায়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর