বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। দেখা গেছে সূচকের উত্থান। তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে একই ধরণের চিত্র।
ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫১২ দশমিক ৮৯ পয়েন্টে, ডিএসইএস ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১৯ দশমিক ৭২ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩৩০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসের লেনদেন ছিল ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন হওয়া মোট ৩৬৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৯৪টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১৮৬টির।
অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫০২ দশমিক ৩৩ পয়েন্টে এবং সিএএসপিআই ৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮৯ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ৫৮টির, বিপরীতে কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১১১টির। ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ১০১ কোটি ৫৩ লাখ টাকা।
এমকে