কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় সহোদর ছোট ভাই প্রদত্ত দা-এর কোপে বড় ভাইয়ের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাছ বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মহারাজপুর ইউনিয়নের মেঘারাইট গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর নাম সাহাদাৎ হোসেন, আর অভিযুক্তের নাম শাকিল হোসেন। তারা মেঘারাআইট গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। সাহাদাৎ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শাকিল হোসেনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কি শুর হয়। এক পর্যায়ে শাকিল ধারালো দা দিয়ে বড়ভাইকে কোপ দেয়। নিজের বিয়ে নিয়েও সাহাদাৎ হোসেনের সঙ্গে বিবাদ ছিলো শাকিলের। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম দোহা বলেন, শাকিলকে আটক করেছি। তার পিতার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো: ইকবাল হোসেন/এমকে