শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে তিনি পুলিশ সদর দফতরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ফুলেল শুভেচ্ছা জানায়। বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইজিপির দায়িত্ব পাওয়ার আগে চৌধুরী আবদুল্লাহ আল মামুন র্যাবের মহাপরিচালক ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২২ সেপ্টেম্বর তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপণ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অষ্টম বিসিএস (পুলিশ) ব্যাচের এ কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর অষ্টম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন। তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট, বিশেষত পুলিশ হেডকোয়ার্টার্স, সিআইডি, ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জ এবং সর্বশেষ র্যাবে দায়িত্ব পালন করেন। পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হয়েছেন। কর্মজীবনে তিনি বসনিয়া-হার্জেগোভিনা, লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন মি. মামুন। সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দাম্পত্য জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক। তার স্ত্রী ঢাকার হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন।
এমকে