শনিবার (১ অক্টোবর) ভোর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিকে দলের ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মন্দিরে ও মণ্ডপ সতর্কভাবে পাহারা দিতে বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে নিষ্ক্রিয় থাকলেও ভেতরে ভেতরে ঠিকই সক্রিয় আছে। গত বছর দুর্গাপূজা ঘিরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এবার সতর্ক রয়েছে সরকার । তিনি বলেন, এ দুর্গোৎসবে দরকার হলে মন্দিরে মন্দিরে পাহারায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরা সক্রিয়ভাবে থাকবে বলে আশা করি। সতর্ক ও সক্রিয়ভাবে থেকে সব ধরনের উদ্বেগ দূর করার আহ্বান জানাচ্ছি। সারা দেশের মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দিতে হবে, শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি। ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্কিত ও উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দেন এসময় ।
এমকে