মন্তব্য
আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশের বৃষ্টিপাত বাড়তে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। শনিবার (১ অক্টোবর) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিভাগের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারিবর্ষণ হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এমকে