বৃষ্টিপাত বাড়তে পারে

০১ অক্টোবর ২০২২

আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশের বৃষ্টিপাত বাড়তে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। শনিবার (১ অক্টোবর) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিভাগের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারিবর্ষণ হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর