জবরদস্তির নির্বাচন হবে: জি এম কাদের

০১ অক্টোবর ২০২২

দেশে চলমান সহিংস রাজনীতিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। বলেছেন, এর মাধ্যমে জোর-জবরদস্তির একটি নির্বাচন হবে- সরকারি দল থেকে এমন মেসেজ পাওয়া যাচ্ছে। এটা দেশ  ও জাতির জন্য দুঃখজনক।  শনিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণমাধ্যমকর্মীদের কাছে  এ সব কথা বলেন। সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হাওয়া জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলামকে দেখতে সেখানে গিয়েছিলেন জি এম কাদের।

জি এম কাদের বলেন- দেশে কথা বলা, সভা সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অধিকার থাকতে হবে। স্বাভাবিক রাজনীতি বাধাগ্রস্ত হলে সহিংস রাজনীতি আসে,  এটা দেশের জন্য অমঙ্গল বয়ে আনে। এ সময় সফিকুল ইসলামের স্থানীয় রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন জাপা চেয়ারম্যান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতা আবু তৈয়ব,  মাহমুদ আলম ও দীন ইসলাম, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ অনেকে ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর