মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীতে যাত্রবাহী লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে কামাল জমাদার (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ইউসুফ রাঢী নামে আরেক জেলে আহত হয়েছেন। শনিবার (০১ অক্টোবর) ভোরে ৪ টার দিকে সদর উপজেলার ইলিশা সংলগ্ন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
কামাল জমাদার পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের আজিজ জমাদারের ছেলে ও ইউসুফ ওই এলাকার জসিম ঢালীর ছেলে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আজম বলেন, জেলেরা নদীতে মাছ শিকার করছিল। এম ভি কাজল নামের একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগায় জেলে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের একটি টিম কাজ করছে বলেও জানান তিনি।
কামরুজ্জামান শাহীন/এমকে