মসজিদের দানবাক্সে ১৫ বস্তা টাকা-রৌপ্য-স্বর্ণালঙ্কার

০১ অক্টোবর ২০২২

প্রতিবারের মতো এবারো কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও রৌপ্য-স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মসজিদের সব দানবাক্স খোলা হয়, মুদ্রা ও রৌপ্য-স্বর্ণালঙ্কার  গুছিয়ে ১৫ বস্তা হয়। এ দানের সঙ্গে অসংখ্য চিঠিও পাওয়া গেছে। চিঠিতে নানারকম আকুতি জানিয়েছে চিঠিদাতারা।

এ মসজিদে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর এগুলো খোলা হয়। মসজিদ পরিচালনা কমিটি জানায়, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, এ দান দিয়ে আন্তর্জাতিক মানের বহুতল কমপ্লেক্স তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখানে।

এমকে


মন্তব্য
জেলার খবর