ইভিএম নিয়ে বিএনপির বিরোধীতার কারণ জানালেন ওবায়দুল কাদের

০১ অক্টোবর ২০২২

ইভিএম পদ্ধতিতে ভোট হলে বিএনপির কপাল পুড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে,  বিএনপি হচ্ছে ভোট ডাকাতির সর্দার। ভোট ডাকাতি করার জন্য ইভিএমের বিরোধিতা করছে তারা। শনিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকায় এক বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  সমাবেশ করে  হাজারীবাগ থানা আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছায় নয়, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। নির্বাচন প্রতিহতের নামে দেশে কোনও বিশৃঙ্খলা করলে দেশের জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে।  তিনি জানান, নির্বাচনে আসা না আসা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগও চায় তারা নির্বাচনে আসুক। কিন্তু,  কাউকে জোর করে নির্বাচনে আনার  দরকার নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

এমকে

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর