ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে পরিত্যক্ত একটি খালে থেকে উদ্ধার করা মাথার খুলিসহ দেহের অন্যান্য হাড় তার সন্তানের বলে দাবি করেছেন রায়হানের বাবা রাশেদ। কয়েক মাস আগে ৩য় শ্রেণির ছাত্র রায়হান নিখোঁজ হয়। রোববার সন্ধ্যায় লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণপাড়ার একটি খাল থেকে খুলি ও হাড়গুলো উদ্ধার করে পুলিশ। সেখানে পাওয়া যায় শিশুদের সাইজের বেল্টও। রাশেদের বাড়ি ওই এলাকাতেই।
জানা যায়, সেলিম নামের এক শ্রমিক কচুরিপানা পরিস্কার করার সময় প্রথমে মাথার খুলি পায়। এরপর আরও ২টি হাড় পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আরো হাড় খুঁজতে শ্রমিকদের নামানো হয় খালে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আরো কিছু হাড় ও প্যান্টের বেল্ট পাওয়া যায়। খালটি থেকে মাছ ধরার সুবিধার জন্য কচুরিপানা পরিস্কার করতে জন্য সেলিমসহ আরেকজনকে নিযুক্ত করে ওই এলাকার রুহুল আমিন নামের এক ব্যক্তি। শনিবার থেকে তারা কচুরিপানা পরিস্কারের কাজ শুরু করে।
শ্রমিক সেলিম জানান,খালের কচুরিপানার মধ্যে একটি লাঠি পুতা ছিল। সেটি টান দিলে প্রথমে মাথার খুলি ভেসে উঠে। এরপর দুইটি হাড় পাই। মানুষের মাথার খুলি পাওয়ার কারণে পরে আমরা খাল থেকে উঠে যাই এবং পুলিশকে খবর দেই।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, খুলি ও হাড়গুলো কার তা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
এদিকে রাশেদ জানান, গত বছরের ১২ অক্টোবর খেলাধুলার জন্য রায়হান বাড়ি থেকে বের হয়ে শেখের দোকানের দিকে গেলে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় পরদিন লালমোহন থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে