সব ডিসি-এসপির সঙ্গে বৈঠক করবে ইসি

০২ অক্টোবর ২০২২

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  রোববার (২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এ বিজ্ঞপ্তি থেকে বৈঠক ডাকার বিষয়টি জানা গেছে। ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক ডাকা হয়েছে বলে আভাস পাওয়া গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর