দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দুদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কারণ হিসেবে বলেছেন, হামলা চালিয়ে ভারত সরকারকে বার্তা দিতে চাইছে- আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। রোববার (২ অক্টোবর) রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠে পূজামণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন। ওবায়দুল কাদের এ অশুভ চক্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান এ সময়।
দূর্গাপুজায় নিরাপত্তা বিয়ে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত আছে, সতর্ক পাহারায় আছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় আছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, আপনারা (সনাতন ধর্মাবলম্বীরা) কোনও চিন্তা করবেন না। আজ সপ্তমী, কাল অষ্টমী- কুমারী পূজা। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। আপনাদের পাশে ছিলাম, বঙ্গবন্ধুকন্যা আপনাদের পাশে আছেন। পাশে থাকবো। এ সময় বিএনপিকে উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি আমরা করব। কিন্তু, দুর্গোৎসব নিয়ে কোনো রাজনীতি নেই।
এমকে