সেপ্টেম্বরের রেমিট্যান্স ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

০২ অক্টোবর ২০২২

গত সেপ্টেম্বরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এ মাসে  ১৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রাপ্ত তথ্য বলছে, গত সেপ্টেম্বরে আসা রেমিট্যান্স আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৮ কোটি ৭২ লাখ মার্কিন ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি মার্কিন ডলার। তবে গেল জুলাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর