চলতি অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আর ভারি বৃষ্টিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যাও হতে পারে। তাছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ও সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি এমন কথা বলছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েচে, উত্তর এবং মধ্য-বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের এমন প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এমকে