দেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দর ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো দিন এ ঘোষণা দেওয়া হবে। পাইকারি দাম বাড়ানোর আবেদনের বিষয়ে গণশুনানির পরিপ্রেক্ষিতে আইনি বাধ্যবাধকতায় এ ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। নতুন দর ঘোষণা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবদুল জলিল। আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।
প্রাপ্ত তথ্য বলছে, গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়, করেছিল বিইআরসির টেকনিক্যাল কমিটি। গণশুনানি হয়েছিল গত ১৮ মে। সে হিসোবে ১৩ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল গণমাধ্যমকে জানিয়েছেন, রায় ঘোষণার কাজটি ফাইনাল অবস্থায় আছে। নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করা হবে।
এমকে