কুকুরের কামড়ে ৫ ছাগলের মৃত্যু, এলাকায় আতঙ্ক

২৮ মার্চ ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় ৪-৫ টি কুকুর দল বেঁধে ঘুরছে এলাকায়। ইতোমধ্যে এসব পাগলা কুকুরের কামড়ে ৫টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পাড়া-মহল্লায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ছাগল নিয়ে বিপাকে পড়েছেন গরীব কৃষকরা।

এলাকাবাসী জানায়, গত কয়েক দিনে কেচেরা পাড়া, শুড়িভিটা, সিতাগ্রাম এলাকার এসব ছাগল মারা গেছে। কামড়ানোর সময় কেউ বাঁধা দিতে আসলে তার দিকেই তেড়ে আসে। পাগলা কুকুরের ভয়ে  এলাকাবাসী তাদের ছাগলল মাঠে বের করতে পারছেন না এখন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মো. শহিদুল ইসলাম জানান,  এখন কুকুর নিধনের বিষয়ে কিছু আপত্তি আছে পরিবেশবাদীদের। যে কারণে মাঝখান থেকে আমার ছাগল চলে যাচ্ছে, আর জনগণের আর্থিক লোকসান হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক জানান, প্রাণি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দেখি, কি ব্যবস্থা নেওয়া যায়।

মো.সম্রাট হোসাইন/এমকে

 


মন্তব্য
জেলার খবর