সিরিজ হার পাকিস্তানের

০৩ অক্টোবর ২০২২

সাত ম্যাচের লম্বা সিরিজে শেষ হাসিটা হেসেছে মঈন আলীর ইংল্যান্ড। সিরিজের সপ্তম ম্যাচে নামার আগে হিসেবটা ছিল ৩-৩ সমতায়। মানে শেষ ম্যাচ যার সিরিজও তার।

 

লাহোরে সিরিজ জয়ের ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ২১০ রানের টার্গেট দেয় ইংলিশরা। মালান করেছেন ৪৭ বলে ৭৮ রান। হ্যারি ব্রুক ২৯ বলে করেছেন ৪৬ রান।

 

বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলের অন্যতম ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ফেরে যথাক্রমে ৪ ও ১ রানে। শান মাসুদ সেই ধাক্কা সামলানোর চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শানের ৫৬ রানে ভর করে ২০ ওভারে ১৪২ রানে থামে পাকিস্তান।

ফলে ৬৭ রানের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। বল হাতে ক্রিক ওকস নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।


মন্তব্য
জেলার খবর