সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার একদিন পরই শুটিংয়ে ফিরছেন শাকিব খান ও শবনম বুবলী। শনিবার সকাল থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের লোকেশনে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির একটি গানের শুটিং করছেন তারা দুজন।
সম্প্রতি শাকিব খান ও বুবলীর ঘটে যাওয়া ইস্যুর পর থেকে গণমাধ্যমসহ সাধারণ মানুষের প্রবল আগ্রহ দেখে গেছে শাকিব খান ও বুবলীকে ঘিরে। তাই সকাল থেকেই শুটিং লোকেশনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরাও ঢুকতে পারেননি তেমন সেখানে।
তবে সন্ধ্যার আগে আগে লোকেশন থেকে শুটিংয়ের কস্টিউমে একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন বুবলী। সঙ্গে হার্টের ইমোজি দিয়ে লিখেছেন, লিডার, আমিই বাংলাদেশ। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে এলেন শাকিব খান ও বুবলী।