মৃত্যু ২, শনাক্ত ৬৯৬

০৩ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ জন মারা গেছে, শনাক্ত হয়েছে ৬৯৬  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার শনাক্ত হয়েছিল ৫৩৫ জন, মারা যায় ১ করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১২। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৮০২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮০১টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৭১ জনের। ১ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি। গড়  শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর