শেরপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

২৮ মার্চ ২০২২

দীপক কুমার সরকার, বগুড়া:

বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমঝোতার মাধ্যমে উপজেলা আ.লীগের সভাপতি হয়েছেন এ্যাড. গোলাম ফারুক আর ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছেন সুলতান মাহমুদ। গোলাম ফারুক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুলতান মাহমুদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজ প্রাঙ্গনে দুই পর্বে এ সম্মেলন হয়, প্রথম পর্বে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সাত্তার আর দ্বিতীয় পর্বে  জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু সভাপতিত্ব করেন। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবর রহমান মজনু। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,  সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার রায় প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে প্রার্থী হন পাঁচজন। আর সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হন। সভাপতি পদে প্রার্থীদের মধ্যে সমঝোতা হলেও সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় ভোট হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১২টি ইউনিটের ৪৫৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর