যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি

০৩ অক্টোবর ২০২২

সরকারবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে  দ্বিতীয় দফা সংলাপ শেষে  যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি। আর সরকার হটানোর এ আন্দোলনের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার ( ৩ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকায় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল জানান, তাদের চলমান আন্দোলন চলা অবস্থাতেই সবার নেতৃত্বে ঐক্যবদ্ধতার উদ্যোগ হয়েছে। নেতৃত্ব বা নেতা আগেই ঘোষণা করা হয়েছে, খালেদা জিয়া নেত্রী। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা।

এমকে


মন্তব্য
জেলার খবর