ভোলায় পোকানাশক ট্যাবলেট খেয়ে তরুণী আত্মহত্যা

০৩ অক্টোবর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে চাউলের পোকানাশক ট্যাবলেট খেয়ে স্বপ্না আক্তার (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছে।  রোববার রাতে বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। স্বপ্না ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্বপ্নার মা তাকে বমি করতে দেখে লালমোহন হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর