দূর্গাপূজায় জঙ্গি হামলার হুমকি নেই: র‌্যাব ডিজি

০৩ অক্টোবর ২০২২

দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় এবার কোনো ধরণের জঙ্গি হামলার হুমকি নেই। গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তারপরও আত্মতৃপ্তিতে ভুগছে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জঙ্গিদের যে কোনও নাশকতা নস্যাৎ করতে তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট, কমান্ডো টিম ও এয়ার উইংইয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। সোমবার (৩ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন র‌্যাবের নয়া মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। রাজধানী ঢাকায় বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করনে তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনা করা হচ্ছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলেও জানান র‌্যাব ডিজি। তিনি আরও বলেন, ভার্চুয়াল জগতে যে কোনও গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে তাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করছে। তাছাড়া পূজামণ্ডপসহ যে কোনও বড় অনুষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে ভ্রামমাণ আদালত গঠন করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর