জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিচারের নামে কখনও অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের উপর আস্থা রাখতে পারে, সে রকম কাজ করবেন। রোববার (২৭ মার্চ) রাতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। রাষ্ট্রপতি সরকারের উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহবান জানান এ সময়।
হাওড় এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। দেশের অন্যান্য এলাকার চেয়ে হাওর এলাকার উন্নয়ন ভিন্ন ও জটিল। তাই উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সব চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব হয় না।
এমকে