সারা দেশে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূপীয় এলাকায় বইতে পারে ঝড়ো হাওয়া এ কারণে দেশের চার সুমদ্রবন্দরে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আর বারণ করা হয়ে গভীর সাগরে বিচরণ করতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনার অনেক জায়াগায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ। বৃষ্টির সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রপাত হতে পারে।
এমকে