বয়সসীমার শর্ত উঠে যেতে পারে হজে

০৪ অক্টোবর ২০২২

আগামী বছর হজ পালনের ক্ষেত্রে ৬৫’র বেশি বয়সীদের ওপর কোনো নিষেধাজ্ঞা নাও থাকতে পারে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বলেছেন, আগামী বছর পূর্ণ পরিসরে হজ হতে পারে। বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতারা।

প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, সৌদি আরব সরকারের সঙ্গে আনঅফিসিয়াল কথা বলে বিষয়টি জানা গেছে। ৬৫’র বেশি বয়সীদের হজ পালনে বাধা না থাকলে সিরিয়াল মেইনটেইন করে সহজে হয়ে যাবে। তিনি জানান, ৬৫’র বেশি বয়সী ১০ হাজার ব্যক্তি গত বছর হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন । বাকি ৩ হাজার ইচ্ছামতো গেছেন, তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো।

এমকে


মন্তব্য
জেলার খবর