দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স

২৯ মার্চ ২০২২

বেশ কয়েক মাসই হচ্ছে দেশে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ারও উপক্রম হয়েছে কোনো কোনো পণ্য। উদ্ভূত পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে সরবরাহ ও দাম পর্যালোচনা করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে ১৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণে মাসে অন্তত একবার বৈঠকে বসবেন টাস্কফোর্সের সদস্যরা। তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বাজারে পণ্যের দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় রোববার (২৭ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করলেও টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয় গত ১৩ মার্চের এক বৈঠকে। বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের মন্ত্রী ও সচিবদের নিয়ে জরুরি এ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

টাস্কফোর্সে উপদেষ্টা করা হয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে। আর সভাপতি হলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। বাকি সদস্যরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষিসচিব, খাদ্যসচিব, শিল্পসচিব, তথ্য ও সম্প্রচারবিষয়ক সচিব, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, টিসিবির চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব। টাস্কফোর্স সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর