আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

০৪ অক্টোবর ২০২২

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বড় একটা অংশে বিদ্যুৎ নেই মঙ্গলবার দুপুরের পর থেকে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে সড়ক, মহাসড়ক ও বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। মানুষের জানমালের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্নে করতে এ উদ্যোগ।  পুলিশ সদর দফতরর একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সড়কে সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ ভবনে জেনারেটরের বিকল্প ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করতে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাসহ প্রতিটি মেট্রোপলিটন এলাকায় টহল বাড়ানো হয়েছে। সড়কে ছিনতাই প্রতিরোধে মোটরসাইকেলে টহল, সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। বিদ্যুৎ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর