সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা দরকার

০৫ অক্টোবর ২০২২

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সনাতন ধর্মীলম্বীসহ সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার সরকার সর্বদা দেশের অসাম্প্রদায়িক চেতনা বা ধর্মনিরপেক্ষ চরিত্রকে সমুন্নত রাখতে চেষ্টা করছে। অসাম্প্রদায়িকতা বজায় রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন। সনাতন ধর্মীলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন কিছু বলা থেকে বিরত থাকতে হবে। এটা যে কোনও ধর্মের জন্যই প্রযোজ্য। কাউকে কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ হাসিনা। তিনি জানান, যে কোনও ধর্মের বিরুদ্ধে যায়, এমন কোনও ঘটনাকে বড় করে দেখানো থেকেও বিরত থাকতে হবে। এ ব্যাপারে সরকারের গৃহীত শাস্তিমূলক ব্যবস্থাগুলোর দিকে নজর দিতে হবে।

যখনই কোনও দুর্ঘটনা ঘটে, তখনই সর্বদা পদক্ষেপ নেওয়া হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার চায় এ দেশের সব নাগরিক তাদের ধর্ম যা-ই হোক না কেন, তারা নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সমভাবে পালন করবে।

দেশের মানুষ সব ধর্মের প্রতিটি ধর্মীয় উৎসব ঐক্যবদ্ধভাবে উদযাপন করে, যা খুবই অনন্য। এটা আমাদের বড় সাফল্য যে আমরা এ চেতনা সমুন্নত রাখছি। অন্যদের অবমূল্যায়ন করার সুযোগ নেই- যোগ করেন শেখ হাসিনা। সুত্র: বাসস

এমকে

 


মন্তব্য
জেলার খবর