মৃত্যু ১, শনাক্ত ৬৫৭

০৪ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ জন মারা গেছে, শনাক্ত হয়েছে ৬৫৭  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩১ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ৬৯৬ জন, মারা যায় ২ করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮০। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৬২টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ২৭ হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৭ হাজার ৭৬ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৭২ জনের। ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৫১৯টি। গড়  শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর