বাড়বে শীতের তীব্রতা

১৫ জানুয়ারী ২০২২

দিনে প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। কমলে বেশ কিছুটা বেড়ে যাবে শীতের তীব্রতা। হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায়। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

শনিবার পঞ্চগড় জেলায় বইতে শুরু করে শৈত্যপ্রবাহ। জেলার তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ শৈত্যপ্রবাহ আরও এলাকায় ছড়াবে কি-না এখনই জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়া ও নোয়াখালীর হাতিয়ায়- ২ মিলিমিটার। বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৭ দশমিক ২,ময়মনসিংহে ১৪ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৮, সিলেটে ১৫,  রাজশাহীতে ১৪ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ১, খুলনায় ১৬ দশমিক ২,বরিশালে ১৪ দশমিক ৭ সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর