সূচকের ইতিবাচক প্রবণতা, বেড়েছে লেনদেন

২৯ মার্চ ২০২২

সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে। সোমবার (২৮ মার্চ) দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন পরিস্থিতি ছিল এমনই। তবে ডিএসইতে বাড়লেও  সিএসইতে কমেছে সিংহভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইর তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৮ দশমিক ১৬ পয়েন্টে, ডিএসইএস ৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৫ দশমিক ৪৬ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৬৮ দশমিক ০৫ পয়েন্টে  অবস্থান করে। ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৩টির  এবং বাকি ৫০টির অপরিবর্তিত ছিল।লেনদেন হয় ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৭১ দশমিক ০২ পয়েন্টে এবং সিএএসপিআই ১৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৮৯ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। ২৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪০টির এবং ৪৫টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬৬ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর