এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র বিকাশ ও তা সমুন্নত রাখতে আওয়ামী লীগ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। কোনও অশুভ শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে নস্যাৎ করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বুধবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানান ওবায়দুল কাদের।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতির যাত্রা শুরু, তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না। দেশবাসী ভালো করেই জানেন, বিএনপি এ দেশের সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র। তারা যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। সবসময় অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে রাখার বা করার অপতৎপরতা চালিয়ে যায়। আজ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে- যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একযুগেরও বেশি সময় ধরে উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে উল্লেখ করে ওবায়দুল কাদের বলে, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার আছে বলেই বাংলাদেশ একের পর এক উন্নয়নের মাইলফলক অর্জন করছে, বিশ্বসভায় প্রশংসিত হচ্ছে; দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে।
এমকে