মন্তব্য
মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- টেকনিক্যাল সাইড যেটা থাকে, সেখানে টোটালি চুরি হয়েছে বলেই এ বিপর্যয় ঘটেছে। বুধবার (০৫ অক্টোবর) এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। রাজধানী ঢাকায় আসাদ গেইটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব আরো বলেন- শুধু বিদ্যুতে নয়, সব ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। ফলে আজকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি জানান, এ জন্য মূলত অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ দায়ী। বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা, যার লক্ষ্য হচ্ছে দুর্নীতি। জাতীয় গ্রিডে বিপর্যয়কে সরকারের সামগ্রিক ব্যর্থতা বলে মন্তব্য করেন মহাসচিব।
এমকে