টিসিবির ফ্যামেলি কার্ডে অর্থ আদায়

২৯ মার্চ ২০২২

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে টিসিবির ফ্যামেলি কার্ড বিতরণে সূফলভোগী হতদরিদ্রদের কাছে থেকে অর্থ আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে। খরচ বাবদ কার্ড প্রতি কিছু টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান নিজেও। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা মাসুম জানিয়েছেন, এ কার্ড বিতরণে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বড়বাড়ি ইউনিয়নই নয়, পাশ্ববর্তী মহেন্দ্রনগর ইউনিয়নেও কার্ড প্রতি টাকা আদায়ের অভিযোগ ওঠেছে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে নির্ধারিত কিছু পণ্য দরিদ্রদের কাছে এ কার্ডের মাধ্যমে বিক্রি করছে টিসিবি। এবারই প্রথম চালু করা হয়েছে কার্ড প্রথা।

ওই ইউনিয়নের ভুক্তভোগীরা জানিয়েছে,  এ কার্ড পেতে তাদের গুনতে হচ্ছে ৪শ’ থেকে ৫শ’ টাকা। ১নং ওয়ার্ডে জিনাত আলী বলেন, ইউপি সদস্য আমার আত্মীয়। তারপরেও তাকে একশ’ টাকা দিয়ে কার্ডটি নিতে হয়েছে। টাকা ছাড়া কার্ড কাউকে দেওয়া হচ্ছে না। ২নং ওয়ার্ডের শহিদুল ইসলাম বলেন, ৫ শ’ টাকা মেম্বরকে গুনে দিয়ে তবেই এ কার্ড পেয়েছি। কার্ড ছাড়া তো কম দামের পন্য পাওয়া যাবে না। এমন অভিযোগ ইউনিয়ন পরিষদের মাঠে টিসিবির পণ্য নিতে আসা শ’ শ’ মানুষের।

বড়বাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আশরাফুল আলম বলেন, চেয়ারম্যান কার্ডের খরচ বাবদ ৩০ টাকা করে নিতে বলেছেন, তাই নিয়েছি। টাকা ছাড়া চেয়ারম্যান কার্ডে স্বাক্ষর করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এ সময় কেউ চা খাওয়ার জন্য আরও ১০০ টাকা মিলে মোট ২০০ টাকাও দিয়েছেন। বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি বলেন, সরকার কার্ড তৈরির নির্দেশনা দিলেও জনবল বা খরচের জন্য কোনো বরাদ্ধ দেয়নি। দুই হাজার ৪শ’ কার্ড তৈরী করতে যারা শ্রম দিয়েছেন, তাদের পারিশ্রমিক বাবদ কার্ড প্রতি ৩০ টাকা নিয়ে ইউপি সদস্যদের হাতে কার্ড বুঝে দেওয়া হয়েছে। এর বেশি কেউ নিয়ে থাকলে তার জবাব সেই দিবে। টাকা নেওয়ার সরকারি কোনো নির্দেশনা না থাকলেও খরচ বাবদ এটা নেওয়া হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, ফ্যামিলি কার্ডের বিপরীতে একটি টাকাও নেওয়ার কোন নিয়ম নেই। কেউ নিয়ে থাকলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবির পণ্য নিয়ে কোনো ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।

 

মো.লাজু মিয়া/এমকে


মন্তব্য
জেলার খবর