আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাসসেরা নারী ক্রিকেটারের এ তালিকায় স্থান পেলেন টাইগ্রেস উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেপ্টেম্বরের জন্য ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ব্যাটার স্মৃতি মান্ধানার সঙ্গে এ মনোনয়ন পেয়েছেন নিগার। এর আগে ২০২১ সালের নভেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখান নিগার। ৫ ম্যাচে ৪৫ গড়ে ১৮০ রান করেন টাইগ্রেস অধিনায়ক। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৭ রানের ইনিংস, এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেন অপরাজিত ৫৬ রান। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাছাইয়ের ফাইনালে উঠেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।
ভারত অধিনায়ক হারমানপ্রীত মনোনয়ন পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। টি-টোয়েন্টি সিরিজ সাদামাটা কাটানোর পর ৩ ওয়ানডেতে তিনি করেন ২২১ রান। প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে খেলেন ১৪৩ রানের অপরাজিত ইনিংস। তাতেই ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের।
স্মৃতি মান্ধানা ইংল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। প্রথম টি-টোয়েন্টিতে ৭৯ রানের পর প্রথম ওয়ানডেতে এ বাঁহাতি ওপেনার খেলেন ৮১ রানের ইনিংস। দুই সংস্করণ মিলিয়ে গত মাসে তার গড় ছিল ৫০-এর ওপরে। টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ছিল ১৩৭। নিগার, হারমানপ্রীত বা স্মৃতিÑ শেষ পর্যন্ত যে-ই জিতুন, তিনি হবেন আইসিসির মাসসেরা হওয়া নিজ দেশের প্রথম নারী ক্রিকেটার। সেপ্টেম্বরে ছেলেদের মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অপরাজিত ৮৯ রানের ইনিংসের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ছিলেন খেলেছেন গ্রিন। ৩০ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে প্রথম ম্যাচে জেতে অস্ট্রেলিয়া, সিরিজে ৩৯.৩৩ গড়ে ১১৮ রান করে দলের সর্বোচ্চ রান-সংগ্রাহক হন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান রিজওয়ানেরও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছিল গত মাস। এশিয়া কাপে ফাইনাল খেলা পাকিস্তানের হয়ে তিনটি ফিফটি করেন ওই টুর্নামেন্টে, এরপর ইংল্যান্ডের বিপক্ষে করেন আরও চারটি ফিফটি। সেপ্টেম্বরে ৬৯.১২ গড়ে ৫৫৩ রান করেছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। আর ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল সেপ্টেম্বরে শিকার ৯ উইকেট। গড় ১১.৪৪, ইকোনমি ৫.৭২।