মন্তব্য
পরবর্তী ২৪ ঘন্টায় দেশের প্রায় আট বিভাগে বৃষ্টি হতে পারে। ক’দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেটা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসের হিসাবে বিভাগগুলো হচ্ছে- রংপুর, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। তবে এসব বিভাগের সব জায়গাতেই বৃষ্টিপাত হবে, এমনটা নয়। কোনো কোনোটার দুই এক জায়গা কোনো কোনোটার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষনও হতে পারে।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ সর্বোচ্চ মাত্রায় উঠেছে রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা বিরাজ করেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এমকে