চিনিতে বাড়লেও পাম অয়েলের কমেছে দাম

০৬ অক্টোবর ২০২২

দেশের বাজারে চিনির দাম বাড়ানো হয়েছে, কেজিতে ৬ টাকা। নতুন দরে খোলাটা ৯০ আর প্যাকেটজাত ৯৫ টাকা দরে কেনাবেচা হবে চিনি। তবে কমানো হয়েছে পাম অয়েলের দাম, লিটারে ৮ টাকা। নতুন দরে পাম অয়েল ১২৫ টাকা দরে কেনাবেচা হবে। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তপন কান্তি ঘোষ।

তপন কান্তি ঘোষ বলেন, বাজারে থাকা বেশি দামের তেল আগের দামে বিক্রি করতে হবে। কিন্তু এখন যে তেল বাজারে যাবে, সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। চিনি ও পাম অয়েল- এ দুটির দাম পুনর্র্নিধারণ করা হয়েছে। চিনির দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরা হতো না। বর্তমানে ডলারের বিনিময়মূল্য ১০৫ টাকা চিনির দাম বেশি হয়। সে জন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। সয়াবিন এরই মধ্যে লিটারে ১৪ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর