একজন কাউন্সিলরও না চাইলে থাকবেন না শেখ হাসিনা

০৬ অক্টোবর ২০২২

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন- তার দলের একজন কাউন্সিলরও যদি না চায়, তাহলে তিনি সভাপতি পদে কোনোদিনও থাকবেন না। তার অবর্তমানে যেদিন তাকে আওয়ামী লীগের সভাপতি করা হয়েছিল, সেদিন থেকেই  এ সত্যটা মেনে যাচ্ছেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হয়।

দীর্ঘদিন হচ্ছে তিনি সভাপতি ‍উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমি চাই নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলররা নির্বাচিত করেন। তাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আর আমার তো আসলে সময় হয়ে গেছে। রাজনীতি থেকে বিদায় নেওয়ার জন্যও প্রস্তুত আছেন বলে জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর