৩১ ডিসেম্বরের পর পাম অয়েল বিক্রি হবে না

০৬ অক্টোবর ২০২২

আগামী ৩১ ডিসেম্বরের পর বাজারে পাম অয়েল বিক্রি করা যাবে না। এছাড়া খোলা সয়াবিন বিক্রি বন্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

বন্ধের কারণ প্রসঙ্গে তপন কান্তি ঘোষ বলেন, খোলাবাজারে পাম অয়েল  পাওয়া যায় না। পাম অয়েল সয়াবিন তেল হিসেবে বিক্রি হয়। এটা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ আছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের একটা আইন আছে। সেই আইন অনুযায়ী এটা দেখে তারা। তিনি বলেন, সয়াবিন তেল খোলা পাওয়া যাবে না। প্যাকেটে বিক্রি করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর