ত্রি-দেশীয় সিরিজের অফিশিয়াল স্পন্সর ‘বাংলা ওয়াশ’

০৭ অক্টোবর ২০২২

ত্রি-দেশীয় সিরিজের পর্দা উঠল আজ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এ সিরিজের অফিশিয়াল স্পন্সর ‘বাংলা ওয়াশ’। বুধবার রাজধানীর একটি হোটেলে সিরিজের অফিশিয়াল লোগো উন্মোচন হয়। সিরিজের টাইটেল স্পন্সর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’-এর মাদার কোম্পানি এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড-এর সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার জনাব রকিবুল হাসান, শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মঈন, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর মোহাম্মদ এ মোমেন, ডিরেক্টর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কণ্ঠশিল্পী পান্থ কানাই, সংগীত পরিচালক রিপন খান ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ।

 

অনুষ্ঠানে রিপন খানের সুরে ও পান্থ কানাইয়ের কণ্ঠে ‘বাংলা ওয়াশ’ অ্যান্থেমের সাথে পারফর্ম করার মাধ্যমে উন্মোচিত করা হয় ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের অফিশিয়াল লোগো।

 

এএনএইচ গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মাহবুবুল কবীর মুরাদ বলেন, আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয় হলো- প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজের টাইটেলে ‘বাংলা ওয়াশ’ শব্দ দুটি বাংলা হরফেই লেখা থাকছে। এটি আমাদের এক অনন্য অর্জন। বাংলাদেশ ক্রিকেট দল জিতলে তো আমরা জিতলামই, পাকিস্তান বা নিউজিল্যান্ড জিতলেও বিজয়ীদের ‘বাংলা’ শব্দটি ট্রফির সাথেই বাংলা ভাষাতেই নিজ দেশে নিয়ে যেতে হবে।


মন্তব্য
জেলার খবর